logo

বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হল আলিপুর জেলার ফালাকাটা এলাকায়,

Pingla Barta আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পৌরসভার চেয়ারম্যান মাননীয় অভিজিৎ রায় এবং ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সুভাষচন্দ্র রায় আরো অনেক বিশিষ্ট ব্যক্তিগণ থেকে কি এত তম বর্ষপতি উৎসব ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের অনুষ্ঠান আয়োজন করা হয় ফালাকাটা জুনিয়র বেসিক স্কুলের প্রাঙ্গনে, সেততম বর্ষপতি উৎসব অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠিত হলো সাংস্কৃতির অনুষ্ঠান এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী যোগদান করেন এছাড়া বিনামূল্যে চক্ষু শিবিরে বিভিন্ন জায়গা থেকে এসে সাধারণ মানুষ চক্ষু পরীক্ষা করেন। জানা গেছে দুদিন ধরে চলবে এই সংস্কৃতি অনুষ্ঠান,

3
89 views