logo

বিনামূল্যে স্বাস্থ্য সুগার পরীক্ষার অনুষ্ঠানের আয়োজন করল পশ্চিম মেদিনীপুর গড়বেতা তিন নম্বর ব্লক সারদাময়ী উচ্চ মাধ্যমিক স্কুলে,

Pingla Barta পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি জায়গায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তের সুগার পরীক্ষা ইত্যাদি ক্যাম্প করার পাশাপাশি মানুষের সহযোগিতা করছেন পশ্চিমবঙ্গ সরকার, এর বি পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লক চন্দ্রকোনা রোড সারদা মই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বিনামূল্যে সুগার পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার একটি ক্যাম্প আয়োজন করা হয়, সারদা ময় উচ্চ মাধ্যমিক স্কুলের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে, মাননীয় ডাক্তার আশিস কুমার বসুর সহযোগিতা ও তত্ত্বাবধানে বিনামূল্যে এই ক্যাম্পের রক্ত পরীক্ষার শিবির অনুষ্ঠিত হয়, এছাড়া মাননীয় তন্ময় বোস এই ক্যাম্পে আসা মোট ৬০ জন বিভিন্ন গ্রাম থেকে মানুষ এসে বিনামূল্যে সুগার পরীক্ষা করেন,

1
47 views