logo

আড়াই বছরের শিশুর মৃত্যু কে কেন্দ্র করে চাঞ্চল ছড়িয়েছে মালদা মোটা বাড়ি এলাকায়

Pingla Barta অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির কিছুটা দূরে একটি পুকুর ছিল। সেই পুকুর থেকেই উদ্ধার হয়েছে আড়াই বছরের তহশীল , পরিবারের লোকেরা অস্থির হয়ে গ্রামের চারিদিকে খোঁজাখুঁজি করছিল ওই শিশুটি খেলতে খেলতে কখন ওই পুকুরের ধারে চলে যায়, ওই শিশুটির বাবার নাম আব্দুল জব্বার, জানা গেছে ১৭ ই ডিসেম্বর মঙ্গলবার পৌনে পাঁচটা নাগাদ ওই শিশুটি মায়ের কাছেই ছিল ওই শিশু আচমকাই মায়ের কাছ থেকে দূরে চলে যায় খেলার নেশায়, পরিবারের লোকজন খোঁজাখুঁচির পরে বাধ্য হয়ে পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে পুলিশ এসে তলাচি চালায় ওই শিশুটির, ততক্ষণে সব শেষ হয়ে গেল পরিবারের হতাশ এবং শোকের ছায়া, অবশেষে খোঁজাখুঁজির পর ওই পুকুরে এসে ওই শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এর পাশাপাশি তদন্ত শুরু করেছেন পুলিশ, এই মালদা জেলার মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ উপর পাড়া এলাকায়,

0
35 views