logo

একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দিলেন কুম্ভকার সম্প্রদায়িক মানুষজন পূর্ব মেদিনীপুর জেলা নিমতৌড়ি প্রশাসনিক ভবনে,

Pingla Barta কুম্ভকার সম্প্রদায়িক মানুষজন একাধিক দাবি দাবা নিয়ে মিছিল ডেপুটেশন প্রদান করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি প্রশাসনিক ভবনের সামনে, তাদের দাবি দাবা নিয়ে মিছিল করে এই ডেপুটেশন দেয়া হয় বিভিন্ন স্থান থেকে আসা কুম্ভ কার সম্প্রদায়ক মানুষজন প্রায় শতাধিক মানুষ এই কর্মসূচিতে যোগদান দিয়েছে, তাদের বহুদিনের দাবী দাওয়া নিয়ে এই ডেপুটেশন প্রদান করলেন প্রশাসনিক ভবনে,

4
47 views