logo

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সোনার দোকানের দুষ্কৃতী হানার গ্রেফতার 3

Pingla Barta অক্টোবর মাসে অর্থাৎ দুর্গাপুজোর ঠিক আগে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মিলননগরের সোনার দোকানে সব লুট করে নিয়ে যায় এক দুষ্কৃতীর দল, এই ঘটনার ঠিক চার দিন পরে গ্রেফতার করা হয় তিনজন দুষ্কৃতিকে, তবে মূল দুষ্কৃতি কে গ্রেফতার করতে পারেনি, আগড়া উত্তরপ্রদেশ  গাজিয়াবাদ  এলাকা থেকে গ্রেফতার করা হয় দুজন দুষ্কৃতিকে, এবং ওই দুষ্কৃতি থেকে উদ্ধার হওয়া সোনার চেইন পিস্তল সহ গ্রেফতার করা হয় ওই দুজনকে,

2
58 views