পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল রাজ্য সরকারের ওপর রেলগেট থাকায় বিক্ষোভ শরণলিপি প্রদান করল এলাকাবাসী।
Pingla Barta পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড ঘাটাল রাজ্য সড়কের ওপর রেলগেট ১৫ ডিসেম্বর সোমবার ওখানকার এলাকার বাসি যানজটমুক্ত করতে চন্দ্রকোনা রোড রেল জিআরপি অফিসে ওভার ব্রিজ সাবওয়ে দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ এবং স্বর্ণালিপি প্রদান করা হয়, এবং আগামী দিনে এই সমস্যার সমাধান না হলে রেল অবরোধের ডাক দেয় এলাকার মানুষ, ঘরের আন্টি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকায়,