logo

১৪ তম সম্মেলনের আয়োজন করল পশ্চিম মেদিনীপুর জেলা গরবেতা কিয়াবনী এলাকায়,

Pingla Barta ১৪ তম সম্মেলনের আয়োজন করলেন পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের   কিয়াবনী এলাকায় এখানে একটি হাইস্কুলে সংগঠনের পতাকা উত্তোলন  করা হয়। এরপর সুসজ্জিত ভাবে একটি মিছিল করেন, এই সংগঠনের পতাকা উত্তোলন করেন সভাপতি মাননীয় অশোক বাগচী মহাশয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের সহ সম্পাদক ডাক্তার অর্ণব ভট্টাচার্য মহাশয়, এবং উপস্থিত ছিলেন রাজ্যের সভাপতি অধ্যাপক মাননীয় জীবন কৃষ্ণ ভট্টাচার্য মহাশয়।

3
378 views