logo

বিশাল আকারের অল্প দেখে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর গড়বেতা আড়াবাড়ি গ্রামে,

Pingla Barta একটি বিশাল আকারের ময়েল সাপকে দেখে গ্রামের স্থানীয় বাসী রাতের মধ্যে একটি আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়েছে, এলাকা সূত্রে জানা গেছে মাঝেমধ্যেই ওই সাপটি খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে আসে, স্থানীয় মানুষজন সাপুরিয়ার সহযোগিতায় ওই বিশাল সর্প কে জঙ্গলে ছেড়ে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের আড়াবাড়ি গ্রামে,

5
90 views