logo

লোক আদালতে বহুদিন থেকে ঝুলে থাকা মামলার নিষ্পত্তিতে, স্বস্তির নিঃশ্বাস শত শত মানুষের

নিজস্ব সংবাদ দাতা: মুর্শিদাবাদ:১৩ই ডিসেম্বর ২০২৫.
বহুদিনের ঝুলে থাকা মামলার নিষ্পত্তি, স্বস্তির নিঃশ্বাস শত শত মানুষের।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একাধিক মামলা অবশেষে গোটা ভারতবর্ষ জুড়ে নিষ্পত্তি হল জাতীয় লোক আদালতে। শনিবার মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বহরমপুরে অনুষ্ঠিত জাতীয় লোক আদালতে বিভিন্ন ধরনের মামলার মীমাংসা করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার জেলা জজ পার্থপ্রতিম চক্রবর্তী, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অদিতি ঘোষ, বিচার বিভাগের অন্যান্য আধিকারিক, আইনজীবী ও প্যারালিগাল ভলেন্টিয়াররা। তাঁদের সক্রিয় সহযোগিতায় দীর্ঘদিন ধরে চলতে থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তি সম্ভব হয়।
১২৮৪২টি মামলার মধ্যে ৭৭২০ টি মামলা নিষ্পত্তি করা হয়।
লোক আদালতে ইন্সুরেন্স সংক্রান্ত মামলা, ঋণ ও কৃষিঋণ সংক্রান্ত মামলা, বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক বিষয়ে নিষ্পত্তি করা হয়। মামলা নিষ্পত্তি হওয়ায় উপকৃত মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং লোক আদালতের এই উদ্যোগকে স্বাগত জানান।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, কম সময়ে ও কম খরচে ন্যায়বিচার পৌঁছে দিতেই জাতীয় লোক আদালতের এই উদ্যোগ, যা সাধারণ মানুষের কাছে ন্যায়বিচারকে আরও সহজ ও গ্রহণযোগ্য করে তুলছে।

2
1038 views