logo

মাত্র ৫ টাকার বিনিময়ে ভাত ডাল সবজি ডিম এই পরিষেবা চালু হতে না হতেই আনন্দে উৎসাহিত হলো রোগীর পরিবার উদ্যোগ পরিচালনায় পাঁশকুড়া পৌরসভা।

Pingla Barta কয়েকদিন আগেই এই খবরটা করা হয়েছিল পাঁচ টাকার বিনিময় ভাত ডাল সবজি ডিম এই পরিসেবা চালু হতে না হতেই আনন্দে উৎসাহিত রোগীর পরিবারের লোকজন। বহু দূরান্ত দূর থেকে রোগীরা এসে ভর্তি হন এবং বাড়ির লোকেরা থাকেন রোগীর পাশে। বাড়ির লোকের আত্মীয়-স্বজনের খাওয়া-দাওয়ার পিছনে অসুবিধা হয়। বেশি টাকা দিয়ে হোটেলে খেতে হয় তাও পেট ভর্তি হয় না তাই পাঁশকুড়া পৌরসভার ব্যবস্থাপনায় সমস্ত রোগীর পরিবারের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত পৌরসভা নিয়েছেন মাত্র পাঁচ টাকার বিনিময়ে ভাত ডাল সবজি ডিম সবাই পেট ভর্তি করে খেতে পারবে। এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন পৌরসভা চেয়ারম্যান কে এত সুন্দর উদ্যোগ কোন হাসপাতালে নেয়া হয়েছে বলে আমাদের জানা নেই, এইরকম পরিষেবা প্রতিটি হাসপাতালে থাকলে মানুষের অনেকটাই সুবিধা হয় বলে এলাকার মানুষেরা মনে করছেন,

3
36 views