logo

পথ দুর্ঘটনায় আহত 3 ডেবরা পশ্চিম মেদিনীপুর,

Pingla Barta একটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ভর্তি হল হাসপাতালে প্রথমে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানীয়রা নিয়ে গেলে অবনতি হবার কারণে তাদেরকে পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।, ডেবরা ব্লকের খাস বাজারের ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্প রয়েছে। সেইখানেই তেল আনতে গিয়েছিল সেক  শাহ আলম সঙ্গে ছিল তার স্ত্রী এবং বছর তিন চার চার বছরের একটি সন্তান, ওই তেল  আনতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে, বাড়ি ডেবরা ব্লকের বাঁধপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা,

0
0 views