logo

মাত্র ৫ টাকার মূল্যে ভাত ডাল সবজি ডিম পাওয়া যাবে , এক মানবিক উদ্যোগ নিল পাঁশকুড়া পৌরসভার পক্ষ থেকে,

Pingla Barta এবার থেকে পাঁচ টাকার মূল্যে ভাত ডাল সবজি এবং ডিম পাওয়া যাবে, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার ব্যবস্থাপনায় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আজ থেকে চালু হলো মা ক্যান্টিন, পাঁশকুড়ার পৌরসভা মানবিক এক পদক্ষেপ নিল রোগীর পরিবারের কথা মাথায় রেখে, এতে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের রোগীর পরিবারের লোকজন অনেক খুশি হয়েছেন বলে দেখা গেছে। এত কম পয়সায় ডিম সবজি ডাল ভাত পাওয়া যাবে রোগীর পরিবারের লোকজন অবাক এবং আনন্দিত, এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়কের প্রতিনিধি জহিরুল ইসলাম পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাক্তার কৌশিক ঢল পৌর প্রশাসন পক্ষ থেকে দিব্যেন্দু মজুমদার রোগীর কল্যাণ সমিতির চেয়ারম্যান অসিত ব্যানার্জি এলাকার জয়েন্ট ভিডিও সমীর নস্কর এবং পাঁশকুড়া পৌরসভার প্রতিটি কর্মীবৃন্দ উপস্থিত থেকে এই কর্মসূচি সম্পূর্ণ করেন,

0
24 views