logo

অবৈধ কাঠার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হল বনদপ্তর তরফ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা জামতলা আমতলা এলাকার কাছে,

Pingla Barta প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পেরে পিকআপ ভ্যান সহ তিনটি ইঞ্জিন টলি বাজেট তো করল পশ্চিম মেদিনীপুরের বনদপ্তর এর কর্মীরা, বনদপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক নন্দী গাড়িগুলো আজকে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায় কোন কাগজ তারা দেখাতে না পারায় এই গাড়িগুলিকে মেদিনীপুর রেঞ্জ অফিসে নিয়ে আনা হয়।, অবৈধ ভাবে এই কাট পাচারের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া শুরু করেছেন বনদপ্তরের তরফ থেকে, ১১ই ডিসেম্বর বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার জামতলা আমতলা এলাকার কাছে এই ঘটনাটি ঘটেছে, জানা গেছে এলাকার বিভিন্ন জঙ্গল থেকে একাধিক দামি দামি কাঠ সাইকেলে করে পাচার করছিল, চারটা পাঁচটি সাইকেলে করে ওই কাট পাচার হচ্ছিল, বনদপ্তর এর কর্মীরা সেই সাইকেল বনদপ্তর কর্মীরা আটক করলো সেই কাঠ, এদিকে সাইকেল আরোহীর সাইকেল পলাতক, মেদিনীপুরের বনদপ্তর এর আধিকারিক মলয় নন্দী পিকআপ সহ তিনটি ইঞ্জিন টলি আটক করে তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায় কিন্তু তারা কোন কাগজপত্র এই দেখাতে পারেনি, বনদপ্তর এর পক্ষ থেকে অবৈধ এই কাঠ পাছার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া শুরু করেছেন,

0
47 views