logo

পথশ্রী প্রকল্পের বারোটি রাস্তা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর জেলার ফালাকাটা পৌরসভা এলাকায়,

Pingla Barta পথশ্রী প্রকল্পের অন্তর্গত আলিপুর জেলার ফালাকাটা পৌরসভা এলাকায় নতুন বারোটি রাস্তার ভার্চুয়ালি শিলান্যাস করলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, ১১ই ডিসেম্বর বৃহস্পতিবার এই শিলার নাস অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে সমস্ত কাউন্সিলরদের উপস্থিত থেকে এই অনুষ্ঠান সম্পন্ন করা হয়। জানা গেছে ফালাকাটা পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে ১১ কিলোমিটার বেশি রাস্তা তৈরি হবে এর জন্য অর্থ বরাদ্দ হয়েছে ৯ কোটি ৩০ লক্ষ টাকা।

5
233 views