এস আই আর কাজের বৈঠক করলেন পশ্চিমবঙ্গে জল সম্পদ সেচ দপ্তরের মন্ত্রী ডক্টর মানুষ রঞ্জন ভূঁইয়া, পশ্চিম মেদিনীপুর জেলা সবং,
Pingla Barta পশ্চিমবঙ্গের জল সম্পদ সেচ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া বেশ কিছুদিন আগে উনার দায়িত্বে থাকা পুরুলিয়া বাঁকুড়া জেলাতে ছিলেন, ৮ ডিসেম্বর সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং নিজ দলীয় কার্যালয় এসে এস আই আর রুমগুলি পরিদর্শন করলেন, এবং এস আই আর কাজের বিষয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন, এছাড়া নিয়ে কাজের খোঁজ খবরও নেন তিনি,