logo

পশ্চিম মেদিনীপুর গরবেতা জাতীয় সড়কের ওপর একটি হাতি দেখা যায়

Pingla Barta পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতার ক'দিন ধরে এই হাতির ঘটনা মানুষের চোখের সামনে বারবার প্রদর্শনী হচ্ছে, ইতিমধ্যে বনদপ্তরের পক্ষ থেকে সবাইকে সতর্কতার জারি করেছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুর নাগাদ আশঙ্কায় ষাট নাম্বার জাতীয় সড়কে উপর একটি হাতি চিত্র দেখা যায়, পশ্চিম মেদিনীপুর জেলা গরবেতা জঙ্গল থেকে আসা এই হাতিটি, পরে এলাকার মানুষ ওই হাতিটিকে তাড়ানোর চেষ্টা করেন অনেক কষ্টে জঙ্গলে ফিরে যায় ওই হাতিটি তবেই হাতিটি জাতীয় সড়কের উপরে উঠে যাবার জন্য কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায় পরে হাতিটি জঙ্গলে চলে যাবার পর আবার স্বাভাবিক হয় যানবাহন চলাচল করে,

0
0 views