logo

হাতির আক্রমে মৃত দুই

Pingla Barta ৮ ডিসেম্বর সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের নয়াবশত রেঞ্জের বাঘা খুলিয়া গ্রামে মোহন সরেন বলে এক ব্যক্তির হাতির আক্রমের মৃত্যু হয়েছিল, এবং এর রেশনা কাটতে কাটতেই নয় ডিসেম্বর মঙ্গলবার ঘোরে ঝারগ্রামের কুলটি করিতেও দলছুট হাতির হামলায় মৃত্যু হয়েছে এক মহিলার, তবে ওই মহিলার কোন পরিচয় পত্র জানা যায়নি এখনো পর্যন্ত, এবার বড় পদক্ষেপ নিতে চলেছে বনদপ্তর, এই হাতির হামলা থেকে এবং ফসলের ক্ষয়ক্ষতির ঘুমাতে পশ্চিম মেদিনীপুর জেলা ডিভিশন এলাকায় অত্যাধুনিক থার্মাল ড্রোন টেকনোলজি ব্যবহারের কাজ আরম্ভ করলেন বনদপ্তরের পক্ষ থেকে, এই কাজ বনদপ্তর এর কাজে খুব সহজ করবে বলে জানা গেছে,

0
25 views