logo

নতুন গ্রন্থাগার উদ্বোধন করলেন বিধায়ক উত্তরা সিংহ হাজরা পশ্চিম মেদিনীপুর গড়বেতা,

Pingla Barta নতুন একটি গ্রন্থাকার উদ্বোধন অনুষ্ঠানের কর্মসূচি পালিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের মংলা পোতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নতুন গ্রন্থাগার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা ডেভেলপমেন্ট অফিসার রামজীবন হাঁসদা গড়বেতা থানার অফিসার ইনচার্জ চঞ্চল সিংহ এলাক এলাকার বিশিষ্ট সমাজসেবী অসীম বিদ্যালয়ে থাকা শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত থেকে এই উদ্বোধনের কাজ সম্পন্ন হয়। উদ্বোধন করেন গড়বেতা এলাকার বিধানসভার বিধায়ক উত্তরা সিংহ হাজরা, নতুন গ্রন্থাকার অনুষ্ঠিত হবার পরে স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী ভীষণ আনন্দিত বোধ করেন,

1
36 views