logo

পশ্চিম মেদিনীপুর শহরে বিদ্যাসাগর বিদ্যাপীঠে বালক বিভাগে আচমকায় আগুন লাগে,

Pingla Barta একটি আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে, পশ্চিম মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্কুলের বালক দপ্তরের আচমকা আগুন লেগে ইস্কুল ক্যাম্পাসে, প্রাথমিক তদন্ত ও অনুযায়ী শর্ট-সার্কিট কারণেই এই আগুন লেগেছে বলে মনে করা হয়েছে, যখন এই আগুনটি লাগে তখন বিদ্যালয় ছুটি হয়ে গিয়েছিল, ওই স্কুলে থাকা কিছু শিক্ষক-শিক্ষিকা তারা আতঙ্কিত হয়ে পড়ে পরে স্থানীয় মানুষের সহযোগিতায় দমকলকে খবর দেয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিনেসে আগুন নেভানোর কাজ শুরু করেন। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনাটি তদন্ত শুরু করেছেন,

0
77 views