logo

West Bengal Nadia District News Published Pranesh Tewari

পশ্চিমবঙ্গ নদীয়া থেকে প্রাণেশ তেওয়ারি প্রতিবেদন!

এইমসে চাকরির টোপ দিয়ে টাকা তোলার অভিযোগে ধৃত বিজেপি নেত্রী!

কল্যাণী AIIMS-এ আর্থিক দুর্নীতির মামলার অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলা পরে খারিজ হয়ে যায় হাইকোর্টে।

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নাম করে এবং তাঁর সঙ্গে নিজের ছবি দেখিয়ে এইমসে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানোর অভিযোগ উঠল এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে। গ্রেপ্তার অভিযুক্ত বিজেপি নেত্রী তনু খাস্তগীর।

জানা গিয়েছে, তনু খাস্তগীর ব্যারাকপুর মহিলা মোর্চার সাধারণ সম্পাদক। বাড়ি হালিশহরে। ২০১৯ সালে তিনি গেরুয়া শিবিরে যোগদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সুকান্ত মজুমদার, শমিক ভট্টাচার্য, অর্জুন সিং সহ অগ্নিমিত্রা পালের সঙ্গেই সামাজিকমাধ্যমে ছবি রয়েছে এই নেত্রীর। তিনি অর্জুন সিং ঘনিষ্ঠ বলে সূত্রের খবর।

অভিযোগ, সুকান্ত মজুমদার,জগন্নাথ সরকারের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে বলে দাবি অভিযুক্ত তনুর। দাপটে দাপটে বিজেপি নেতাদের সঙ্গে ছবি আছে বাস্তবতায় সেই ছবি দেখেই! তাঁর ফাঁদে পা দিয়ে চাকরির আশায় টাকা দিয়েছিলেন ৪ জন। অভিযোগকারী ইব্রাহিম মণ্ডল বলেন, ৮ মাস আগে এইমসে চাকরি দেওয়ার নাম করে ৪ জনের কাছ থেকে ৩ লাখের বেশি টাকা নিয়েছেন তনু খাস্তগীর। ২ মাসের মধ্যে চাকরি হয়ে যাবে বলে জানিয়েছিলেন তনু। কিন্তু ৮ মাস কেটে গেলেও এইমসে চাকরি হয়নি কারোর। বারংবার চাইলেও ফেরত মেলেনি টাকা।

জানা গিয়েছে, রবিবার ফের টাকার প্রলোভন দেখিয়ে এইমসে ডাকা হয় তনু খাস্তগীরকে। তিনি এলে আটকে রাখেন ইব্রাহিম মণ্ডল-সহ অন্যান্য চাকরিপ্রার্থীরা। প্রায় ১ ঘণ্টা

আটকে রাখার পর গয়েশপুর ফাঁড়ির পুলিশের হাতে তনুকে তুলে দেন ইব্রাহিমরা এবং তাদের সাথে সাথে স্থানীয় এলাকাবাসীরা!

সোমবার তনুকে আর্থিক প্রতারণা ও হুমকির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। এই দিন সকালে যখন অভিযুক্তকে কল্যাণী মহকুমা আদলাটে পাঠানোর সময়! তনু খাস্তগীর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কল্যাণী বিজেপি বিধায়ক অম্বিকা রায় ও রাজ্য মহিলা মোর্চার বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র তাঁকে ফাঁসিয়েছেন। এইমসে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন তাঁরাই। উল্টে ইব্রাহিমই চাকরি দেওয়ার নাম করে আমার কাছ থেকে টাকা নিয়েছেন।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন ইব্রাহিম মণ্ডল। তিনি বলেন, গ্রেপ্তার হয়েছেন তাই মতিভ্রম হয়েছে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছে ওই বিজেপি নেত্রী! এই বিজেপি নেত্রীর সাথে এই ঘটনায় কারা কারা জড়িত আছে তা নিয়ে শুরু করে তদন্ত শুরু করেছে নদীয়ার গয়েশপুর ফাঁড়ির পুলিশ!

30
1222 views