logo

DSP Richa Ghosh begins duty as ACP Siliguri after World Cup success বিশ্বকাপ সাফল্যের পর শিলিগুড়ির এসিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডিএসপি রিচা ঘোষ

After playing a key role in India's World Cup triumph, Richa Ghosh starts her new journey in uniform as ACP Siliguri, taking up duties soon after receiving her DSP appointment.
India wicketkeeper Richa Ghosh, who became the first Bengali to win a Cricket World Cup, officially took charge as a Deputy Superintendent of Police (DSP) in the West Bengal Police on Wednesday. State Police Director General Rajiv Kumar welcomed her as she assumed her post, marking the beginning of her second career while she continues to play for the national team.ভারতের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পর, রিচা ঘোষ এসিপি শিলিগুড়ি হিসেবে তার নতুন যাত্রা শুরু করেন, ডিএসপি নিয়োগ পাওয়ার পরপরই দায়িত্ব গ্রহণ করেন।

ক্রিকেট বিশ্বকাপ জয়ী প্রথম বাঙালি হিসেবে দায়িত্ব গ্রহণকারী ভারতের উইকেটরক্ষক রিচা ঘোষ বুধবার পশ্চিমবঙ্গ পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। রাজ্য পুলিশের মহাপরিচালক রাজীব কুমার তাকে তার দায়িত্ব গ্রহণের সময় স্বাগত জানান, যা তার দ্বিতীয় ক্যারিয়ারের সূচনা করে, যখন তিনি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন।

11
356 views