logo

বাবরি মসজিদ শিলান্যাসে শিল্পপতির ৮০ কোটি! চাঞ্চল্যকর দাবি কবীরের।

মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের বিস্ফোরক ঘোষণা
বাবরি মসজিদ হবেই হবেই হবেই

মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস মঞ্চ থেকে শোরগোল তোলা ঘোষণা করলেন হুমায়ুন কবীর। তিনি স্পষ্ট বলেন,
"আমি কোনও অসাংবিধানিক কাজ করছি না। ধর্মস্থান তৈরির অধিকার সংবিধান বর্ণিত অধিকার। বাবরি মসজিদ হবেই হবেই হবেই।"

শুধু তাই নয়, তাঁর দাবি, দেশের এক প্রভাবশালী শিল্পপতি ইতিমধ্যেই ৮০ কোটি টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই বাবরি মসজিদ নির্মাণে। এই ঘোষণাই সভায় উপস্থিত জনতার উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

হুমায়ুন কবীর বলেন,
"যে আল্লাকে ভালোবাসে তাঁর কাজে সাফল্য আসে। অযোধ্যায় যেটাকে বিতর্কিত জমি বলা হয় ওখানে নাকি রামের জন্ম হয়েছিল। এখন দেশে ৪০ কোটি মুসলিম, রাজ্যে ৪ কোটি মুসলিম। সেখানে একটা মসজিদ করতে পারব না?"

তিনি আরও দাবি করেন,
"৩৩ বছর আগে মুসলিমদের মনে যে আঘাত লেগেছিল আজ তার ক্ষতে সামান্য প্রলেপ দেওয়া হচ্ছে। অনেকেই এটা হতে দিতে চাইছিল না। বলা হয়েছে, বাবরি করলে আমার মাথার দাম ১ কোটি! আমি সতর্ক করছি… আমার কেশাগ্র স্পর্শ করে দেখান।"

প্রকল্প নিয়ে হুমায়ুন কবীরের বড় ঘোষণা,
একই জমিতে তৈরি হবে মসজিদ, মেডিক্যাল কলেজ, হাসপাতাল, হোটেল এবং হেলিপ্যাড।
মোট প্রকল্পের বাজেট ৩০০ কোটি টাকা, যার মধ্যে ৮০ কোটি দিচ্ছেন এক শিল্পপতি, তবে তাঁর নাম প্রকাশ করেননি তিনি।

রাজনৈতিক বার্তাও দেন হুমায়ুন কবীর। তাঁর কথায়,
"২২ তারিখ নতুন করে রাজনীতির কথা হবে। অনেক নতুন তথ্য দেব।"
এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা।

মুর্শিদাবাদ জুড়ে তাঁর এই ঘোষণা ও শিলান্যাস অনুষ্ঠান ঘিরে জনতার ঢল। স্থানীয় মানুষের উপস্থিতি, ইট বহন করে সভাস্থলে পৌঁছনো, এবং ব্যাপক উৎসাহ সব মিলিয়ে রেজিনগরে ছিল উৎসবমুখর ও রাজনৈতিকভাবে উত্তপ্ত পরিবেশ।

10
1127 views