ভারতীয় জনতা পার্টির উদ্যোগে পরিবর্তনের জন্য জনসভা উদযাপন হলো বালুরঘাট গঙ্গারামপুর এলাকায়,
Pingla Barta ভারতীয় জনতার পার্টির এক জনসভা অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর টাউন এলাকায়, দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি অশোক বর্মন মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ মহাশয় সহ জেলা এবং টাউন এলাকায় বিভিন্ন কার্যকর্তারা এই জনসভায় উপস্থিত ছিলেন, বালুরঘাট গঙ্গারামপুর বিধানসভা ন নম্বর ওয়ার্ড পরিবর্তন সভা এক জনসভা উদযাপন হয়েছে।