logo

বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন হলো গোয়ালতোড় কৃষি দপ্তরের উদ্যোগে, পশ্চিম মেদিনীপুর,

Pingla Barta বিশ্ব  মৃত্তিকা দিবস উদযাপন হল ৫ই ডিসেম্বর শুক্রবার গোয়ালতোড় কৃষি দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা দু'নম্বর ব্লক অধীনে এই কর্মসূচি পালিত হয়, বেআইনিভাবে জমিতে নাড়া পোড়ানো এবং বৃক্ষরোপণ করার উদ্যোগে চাষীদের সচেতনা করা হয় এই কর্মসূচির মাধ্যম দিয়ে, বিশ্ব মৃত্তিকা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিনোবন্ধু দে মহাশয় কৃষি কর্মদক্ষ বিশেষ কুমার দাস মহাশয় এডিএ সন্ত নন্দী আরো অনেক বিশিষ্ট ব্যক্তিগণ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন,

0
12 views