logo

একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল দ্বাদশ শ্রেণির ছাত্র সুপ্রিত মাঝি পশ্চিম মেদিনীপুর কেশপুর এলাকায়,

Pingla Barta একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল ১৮ বছর বয়সী এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র সুপ্রিত মাঝি, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর এলাকার বাঁকাঝেটা গ্রামে, জানা গেছে পরিবারের একটি ট্রাক্টর চলছিল তার জমিতে সেই  চালকের পাশে বসে ছিল সুপ্রিত মাঝি ট্রাক্টর চলাকালীন হঠাতই মাটিতে পড়ে যায় সু প্রীত , গুরুতর জখম হওয়া অবস্থায় এলাকার মানুষজন তাকে তড়িঘড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা ভালোভাবে দেখে মৃত বলে জানিয়েছেন পরিবারের লোককে, খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেন,

0
118 views