logo

হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বি এল ও পশ্চিম মেদিনীপুর ডেবরা

Pingla Barta কুলগেরিয়া বুথের বি এল ও মাননীয় অরূপ কুমার মাইতি পশ্চিম মেদিনীপুর জেলার চক শ্যামপুর প্রাথমিক স্কুলের শিক্ষক, ৫ই ডিসেম্বর শুক্রবার হঠাৎই তিনি অসুস্থ বোধ করেন, ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে অরূপ বাবুকে ভর্তি করা হয়, খবর পেয়ে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে যান ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবীর  তিনি অরূপ বাবুর সঙ্গে দেখা করেন এবং সমস্ত রকম চিকিৎসা যাতে ভালোভাবে হয় তার ব্যবস্থা করেন, জানা গেছে এস আই আর কাজে চাপেই অরূপ বাবু অসুস্থ হয়েছেন, এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার ৫/১ গ্রাম পঞ্চায়েতের 95 নাম্বার কুলগেড়িয়া বুথে,

3
255 views