logo

EXCLUSIVE :- বেলদাতে কন্যা সন্তান হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে আনন্দে মেতে বাড়িতে নিয়ে গেল এক পরিবার!

বেলদাতে কন্যা সন্তান হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে আনন্দে মেতে বাড়িতে নিয়ে গেল এক পরিবার!

হঠাৎই হাসপাতালের সামনে হাজির ফুল দিয়ে সাজানো একটি প্রাইভেট গাড়ি। হাসপাতালে কি কারও বিয়ে হচ্ছে? না! তা একদমই নয়। বাড়িতে হয়েছে দ্বিতীয় কন্যা সন্তান। আর সেই আনন্দে পরিবারের লোকজন সদ্যোজাত সহ সন্তানপ্রসবা মা'কে স্বাগত জানাতে ফুল দিয়ে সাজানো গাড়ি নিয়ে হাজির হলো হাসপাতালে। এক অনন্য ঘটনার সাক্ষী রইলো পশ্চিম মেদিনীপুরের বেলদা। বাড়িতে কন্যা সন্তান হওয়াতে এমন এক অভিনব আয়োজনে খুশি সকলে।
যখন সমাজে মেয়েদের ওপর নানান আঘাত নেমে আসে কিংবা মেয়েদের খারাপ চোখে দেখা হয় তখনই বাড়িতে কন্যা সন্তান হওয়ায় এক অভিনব আয়োজন করলো পরিবারের সদস্যরা। পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা মাইরাজ শাহ এবং নাসিবুন খাতুনের কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান। স্বাভাবিকভাবে খুশির হাওয়া পরিবারে। বাড়িতে পাঁচ ভাইয়ের মধ্যে এই দ্বিতীয় কন্যা সন্তান হওয়ায় গর্বিত বাবা-মা। তাই গাড়িকে ফুল দিয়ে সাজিয়ে তারা এসেছেন হাসপাতালে। বাড়িতেও রয়েছে একাধিক আয়োজন। বৃহস্পতিবার সকাল থেকে খুশির হাওয়া পরিবারে। সদ্যোজাত কন্যা সন্তান হয়েছে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। মা এবং সদ্যজাতকে ছুটি দেওয়ার দিন বৃহস্পতিবার। আর সেই আনন্দে গাড়ি সাজিয়ে তারা এলো সদ্যোজাতকে নিতে। প্রসঙ্গত মেয়েরা সমাজে লক্ষ্মী। আজকের দিনে মেয়েরাই বিশ্বকাপে ভারতকে এনে দিয়েছে সম্মান। প্যারা ক্রিকেট থেকে বিশ্বকাপ ক্রিকেটে মেয়েরাও ছেলেদের মতো সমানতালে এগিয়ে। একইভাবে গবেষণা থেকে পড়াশুনাতেও এগিয়ে রয়েছে মেয়েরা।
বাড়িতে অপর এক কন্যা সন্তানের জন্ম হওয়াতে খুশির হাওয়া। আর তাকেই স্বাগত জানাতে এই অভিনব ভাবনা। পরিবারের এমন আয়োজনে খুশি সকলে। তাদের চিন্তা ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।

0
13 views