logo

এস আই আর পশ্চিমবঙ্গে শেষের পথে চলছে,

Pingla Barta প্রায় শেষের পথে চলছে এস আই আর, অনেক জায়গায় অনেক BLO ভালোই কাজ করেছে। তবে অনেক জায়গায় দেখা গেছে মৃত ব্যক্তির নাম রয়ে গেছে আজ থেকে 10-15 বছর আগে মারা গেছে তার নাম কাটা হয়নি, এই কারণে কিছুটা হয়রানি হতে হচ্ছে বি এল ও  দের এরই পাশাপাশি পশ্চিমবাংলায় এস আই এর কাজ সমস্ত জেলা স্তরের শেষ পথে,সিইও দপ্তরের তথ্য বলছেন তারই ডিসেম্বর পর্যন্ত বিকেলের মধ্যে ৯৮ শতাংশ বেশি ৯৮.২১ শতাংশ ফর্ম ডিজিটাইজড  হয়ে গেছে, এরই পাশাপাশি মৃত ভোটারের সংখ্যাও এদিন সকাল থেকে বেড়েছে,

0
163 views