logo

ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর তৃণমূল দল থেকে সাসপেন্ড

নিজস্ব সংবাদ দাতা :৪ঠা ডিসেম্বর ২০২৫:মুর্শিদাবাদ : বৃহস্পতিবার সকালে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে দল থেকে সাসপেন্ড করা হলো।
বহরমপুর স্টেডিয়ামে আজকে মুখ্যমন্ত্রীর সভা ছিলো, এদিনে সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারের নিমন্ত্রনে সেখানে তিনি সভার মাঠে উপস্থিত হন, ফিরাদ হাকিম প্রেস মিট করে এদিনে তার দল থেকে সাসপেন্ড ঘোষণা করেন। সাসপেন্ড করার কথা শোনার পর সেখান থেকেই তাকে বেরিয়ে যেতে দেখতে পাওয়া যায়।
৬ই ডিসেম্বর ২০২৫ তারিখ মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিল্যানাস হবার আগে দল থেকে তিনি সাসপেন্ড হলেন।
এরপর তিনি বলেন ৬তারিখই বাবরি মসজিদের শিল্যান্যাস করা হবে, এবং ২২ তারিখ তিনি নিজে নতুন একটি দল গঠন করবেন বলে জানিয়ে দিয়ে বেরিয়ে যান।
সেই খবরের দিকেই এখন নজর থাকলো আমাদের।

1
885 views