logo

ঠিক আজকের দিনে 3 ডিসেম্বর 1889 আত্মত্যাগী বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর, মৌবনি হাবিবপুর গ্রামে

Pingla Barta আর সেই 3 ডিসেম্বর ঠিক আজকের এই দিনেই জন্মেছিলেন আমাদের বিপ্লবী আত্মত্যাগী ক্ষুদিরাম বসু, জন্মেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর মৌনি হাবিবপুর গ্রামে, ক্ষুদিরাম বসুর পিতার নাম ছিল ত্রৈলোক্যনাথ বসু , ক্ষুদিরাম বসুর মাতার নাম ছিল লক্ষীপ্রিয়া দেবী , ক্ষুদিরাম সবার ছোট ছিলেন, ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল ১৯০৮ সালে ১১ই আগস্ট ঘড়ির কাঁটায় তখন ভোর চারটে, মাহাতো গান্ধী তখন আমাদের ভারতবর্ষে আছেন নি, ক্ষুদিরাম বসুর ফাঁসি হবার পর বেশ কয়েক বছর পরে ১৯১৫ সালে মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতে ফিরে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। গোটা দেশবাসীর মুখে মুখে শুধু একটি নাম ছিল বিপ্লবী ক্ষুদিরামের আত্মত্যাগী ক্ষুদিরাম বসুর নাম,

3
244 views