logo

পিংলা ব্লকের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার অফিসার বর্তমান চিকিৎসার অধীনে রয়েছেন , বিবেকানন্দ পাল

Pingla Barta পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের যুব কল্যাণ দপ্তরের অফিসার মাননীয় বিবেকানন্দ পাল তিনি বর্তমান কলকাতায় চিকিৎসায় রয়েছে বলে জানা গেছে। পিংলা ব্লকের গুরুত্বপূর্ণ দায়িত্বে এ ই আর ও পদে আছেন বিবেকানন্দ বাবু, বেশ কয়েকদিন আগে একটি পথ  দুর্ঘটনায় অসুস্থ হয়ে তার নিজের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুরে বিশ্রামে ছিলেন, কিছুদিন পর আবার pingla ব্লকে নিজের কর্মস্থলে আসেন বিবেকানন্দ বাবু, ইনার অধীনে ৩৫ ৩৬ জন বি এল ও কাজ করছেন,

9
275 views