logo

গঙ্গা দূষণ রোধে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সচেতন মূলক কর্মসূচি,

Pingla Barta গঙ্গা দূষণ রোধে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক প্রশাসনের উদ্যোগে এবং সহযোগিতায় এক সচেতনার পদযাত্রা কর্মসূচি পালিত করেন, কেন্দ্র সরকারের নবমী গঙ্গা রাজ্য সরকারের এসএমসিজি ডাবলু বি প্রকল্পের অধীনে প্রশাসনের সহযোগিতায় স্কুলের ছাত্র-ছাত্রীকে নিয়ে কুইজ প্রতিযোগিতা মহিলা কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়, কোলাঘাট ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই দিন উপস্থিত ছিলেন কোলাঘাট ডেভলপমেন্ট অফিসার মাননীয় অমিত কুমার চাঁদ, ৫০ সমিতির সভাপতি সুরজিৎ মান্না, এছাড়া আরো অনেক বিশিষ্ট ব্যক্তিগণ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন,

4
115 views