Nadia District Haringhata News Published Pranesh Tewari
নদিয়া জেলা হরিণঘাটা থেকে প্রাণেশ তেওয়ারি প্রতিবেদন!
বাইক-লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ১,আহত আরও ১
বাইক-লরির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত ১, আহত আরও ১ বাইক আরোহী। নদিয়ার হরিণঘাটা নগরউখড়ার ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, আহত বাইক চালকের নাম আজারউদ্দিন মিয়া, বয়স ২৫ বছর, মৃত বাইক আরোহীর নাম শাকিল মিয়া, বয়স ২০।
জানা গিয়েছে, ২ বন্ধু বাইকে করে নগরউখড়ার দিক থেকে নিমতলার দিকে যাচ্ছিল। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইক ও লরির। এরপর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হরিণঘাটা বড়জাগুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে শাকিল মিয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত আজারউদ্দিনকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, লরিটিকে আটক করা হয়েছে। পলাতক লরির চালক।