
দিনে দুপুরে ডাকাতি- ২০ দিন পার হয়ে গেলেও অধরা অপরাধীরা
গত ১০/১১/২০২৫ তারিখ দুপুর তিনটা নাগাদ ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে কোলকাতার পঞ্চসায়র থানার নয়াবাদে উজান অ্যাপার্টমেন্টে দ্বিতীয় তলার ২এ নম্বর ফ্ল্যাটে ।১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল পিস্তল, লোহার রড, ছুরি,বড় ধরনের লোহার হাম্বার সমেত, লোহার গেট ও কাঠের দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে যায় এবং ঘরে থাকা আসবাবপত্র, আলমারি, টিভি ভাঙচুর করা হয় ও ১১ভরি সোনা, ১০ভরি রুপোর গহনা সমেত নগদ ১৫৫৭২০ টাকা, মোবাইল, ল্যাপটপ এবং বাড়ির কিছু দরকারী কাগজ পত্র নিয়ে চম্পট দেয়। ঘরের সদস্যদের মারধর এবং চেঁচামেচি শুনে ফ্ল্যাটের বাসিন্দারা পঞ্চসায়র থানায় ফোন করলেও ঐসময় পুলিশের কোনো দেখা পাওয়া যায় নি। বাড়ির মালিক সঞ্জয় দাসের এফ আই আর এর ভিত্তিতে একটি কেস রুজু করা হয়। সঞ্জয় দাস মহাশয় অ্যান্টি করাপশন ফাউন্ডেশন অব ইন্ডিয়া সংস্থার পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি। ঘটনার সময় তিনি বিশেষ একটি কাজের জন্য কোর্টে গিয়েছিলেন , সেখান থেকে ফিরে বাড়িতে আসার পর এই ঘটনা দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। সঞ্জয় বাবু জানিয়েছেন যে, "অপরাধীরা দিনে রাতে ফ্ল্যাটের আশে পাশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করতে পারছে না এবং পঞ্চসায়র থানার ওসি আমাকে অসহযোগিতা করছে "