logo

বাংলায় কথা বলার অপরাধ! আবারও আক্রান্ত মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিক।

মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার সাগরপাড়া থানার অন্তর্গত হরেকৃষ্ণপুর গ্রামের চার জন পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত ওড়িশায় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পেশার তাগিদে তাঁরা ওড়িশায় ফেরিওয়ালার কাজ করতে গিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ করার সময়ই একদল দুষ্কৃতী তাঁদের উপর অতর্কিতে চড়াও হয় এবং নির্বিচারে মারধর করতে শুরু করে।

আহত শ্রমিকদের দাবি, হামলাকারীরা তাঁদের জোর করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করে। আরও অভিযোগ, আক্রমণকারীরা বজরং দলের সদস্য এবং পরিকল্পিতভাবেই তারা এই হামলা চালিয়েছে। ঘটনার পর গভীর ভয়ের মধ্যে রয়েছেন ওই চার শ্রমিক, মানসিকভাবে ভেঙে পড়েছেন তাঁরা।

হামলায় গুরুতর আহত হন ২২ বছর বয়সী রুহুল শেখ। বাড়ি ফিরে আসার সময়ও তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল, বর্তমানে তাঁর স্বাস্থ্যের অবনতি আশঙ্কাজনক। বাকি শ্রমিকরাও শরীরে আঘাত ও তীব্র শারীরিক যন্ত্রণায় ভুগছেন।

আহতেরা প্রাণ বাঁচাতে আহত অবস্থাতেই কোনওরকমে ওড়িশা থেকে পালিয়ে নিজেদের গ্রামে ফিরে আসেন। এলাকায় নেমে এসেছে আতঙ্কের ছায়া। পরিবার ও স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি তুলেছেন।

এই ধরনের ঘটনায় পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষার প্রশ্ন ফের একবার সামনে উঠে এসেছে। প্রশাসনের পদক্ষেপের দিকে এখন তাকিয়ে গোটা জেলা।

24
1297 views