logo

দীঘায় #হাটি_হাটি_পা_পা সিনেমার প্রমোশনে নাচের পারফরম্যান্স করে চমক দিল #নটরাজ_ডান্স_ক্রিয়েশন।

দীঘায় #হাটি_হাটি_পা_পা সিনেমার প্রমোশনে নাচের পারফরম্যান্স করে চমক দিল #নটরাজ_ডান্স_ক্রিয়েশন।

সৈকত নগরী দীঘায় হাটি হাটি পা পা সিনেমার প্রমোশনের জন্য রুক্মিণী দীঘায় পৌঁছালো। দীঘায় এই সিনেমার প্রমোশনে নাচের পারফরম্যান্স করলো নটরাজ ডান্স ক্রিয়েশন। এই নটরাজ ড্যান্স ক্রিয়েশন হাওড়া থেকে দীঘা পর্যন্ত পারফরম্যান্স করে থাকে। এই নটরাজ ডান্স ক্রিয়েশনের হাওড়া শাখা এবং অলংকারপুর শাখা। এই দিন অলংকার পুর শাখার ক্ষুদ্র শিল্পীরা নাচের পারফরমেন্স করলো হাটি হাটি পা পা সিনেমার নায়িকা রুক্মিনির সাথে। নটরাজ ডান্স ক্রিয়েশন এর মূল কর্ণধার #মৌয়া_রায়, তিনি জানান আমাদের অলংকার ফুল শাখার নটরাজ ডান্স ক্রিয়েশন এর বড়দের পরীক্ষা চলছে সেই জন্য অলংকারপুর শাখার নটরাজ ডান্স ক্রিয়েশন এর কচি কাঁচারা এই হাটি হাটি পা পা সিনেমার প্রমোশনে নায়িকা রুক্মিনির সাথে সাথে পা মেলালো। এবং ভালো পারফরম্যান্স করল নাচের মধ্য দিয়ে। এই মৌয়া রায় নাচ শেখান এবং বহু পুরস্কারও পেয়েছেন। মৌয়া রায় হাওড়া এবং অলংকারপুর দুটি শাখা সামলান। এই দিন প্রমোশনে কচিকাচাদের নিয়ে আমাদের পারফরমেন্স হল সৈকত নগরী দীঘায়। পর্যটকদের সাথে সাথে স্থানীয় এলাকার প্রচুর সিনেমা প্রেমিক এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। এই সিনেমার প্রমোশন এর আয়োজন করেছিলেন পদিমা -২ এর অঞ্চল প্রধান সুশান্ত পাত্র উনার এই আয়োজনে সিনেমার প্রমোশন সফল হয়েছে বললেই চলে। এছাড়াও স্থানীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

#মৌয়া_রায় #নটরাজ_ডান্স_ক্রিয়েশন #হাটি_হাটি_পা_পা #কাঁথি #depal #Ramnagar #Digha #egra

4
365 views