Nadia District Haringhata News Published Pranesh Tewari
আজ নদিয়া বড় জাগুলিয়া মোহনপুর ট্র্যাফিক গার্ড এর উদ্যোগে রক্তদান কর্মসূচি ‘উৎসর্গ’ এবং বৃক্ষচারা বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার SP মহাশয়, Dy. SP(D & T), IC, হরিণঘাটা মহাশয় এবং অন্যান্য পুলিশ আধিকারিক গণ। এই কর্মসূচিতে মোট ৪৭ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন এবং প্রায় ৫০ টি গাছের চারা বিতরণ করা হয়েছে!