logo

নেশা মুক্ত ভারতবর্ষ গঠনের উদ্যোগ ব্লক প্রশাসনের পক্ষ থেকে,


Pingla Barta পশ্চিমবঙ্গের রাজ্যে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত জেলা এবং ব্লক স্তরে নেশা মুক্ত নতুন উদ্যোগ নিয়েছেন, রাজ্যে বিভিন্ন জেলাতে এই নেশা মুক্ত কর্মসূচি প্রশাসনের তরফ থেকে পালিত হয়ে আসছে, এরই পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা ২ নম্বর ব্লকের গোয়ালতোড় থানা এলাকায় কিয়ামাচা উচ্চ বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি নেশা মুক্ত ভারতবর্ষ গঠনের শিবিরের আয়োজন করা হয়, পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা ব্লকের প্রশাসনের পক্ষ থেকে এই শিবিরের আয়োজন করা হয়, নেশা মুক্ত ভারত বর্ষ এই শিবিরে পালিত হয় একুশে নভেম্বর, নেশা মুক্ত এই শিবিরে উপস্থিত ছিলেন এই দিন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু'নম্বর ব্লক ডেভেলাপমেন্ট অফিসার মাননীয় দেব ঋষি ব্যানার্জি, উপস্থিত ছিলেন গর্বেতা পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে মহাশয়। আরো অনেক বিশিষ্ট সমাজসেবী এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা বিদ্যালয়ের সমস্ত ছাত্র ছাত্রী এই কর্মসূচিতে যোগদান করে সম্পূর্ণ করেন এই কর্মসূচি।

4
198 views