logo

বিদ্যুৎ চুরি করতে এসে ধরা পরল তিন অভিযুক্ত পুলিশের হাতে।

Pingla Barta বিদ্যুৎ চুরি করা আইনত দণ্ডনীয় অপরাধ, এ কথা সবাই জানে বিদ্যুৎ কর্তৃপক্ষ থেকে বারবার মাইকিং করে প্রচার করে দিচ্ছে, তবুও কোথাও যেন বিদ্যুৎ চুরির ঘটনাটা ঘটছে, যেমন বিদ্যুৎ চুরি করতে এসে ধরা পরল পুলিশের জালে তিন অভিযুক্ত, এই গোটা ঘটনাটি ঘটেছে হুগলির শিমুর থানা দেওয়ান ভেরি এলাকায় সম পা জার বাড়িতে, এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে পিছনে আরও কারোর হাত রয়েছে কিনা,

0
12 views