EXCLUSIVE:- বেলদায় বাড়িতে থাকা গরম জলে অসাবধানতাবশত পড়ে গুরুতর অসুস্থ হলো এক বছর দু মাসের শিশু।
EXCLUSIVE:- বেলদায় বাড়িতে থাকা গরম জলে অসাবধানতাবশত পড়ে গুরুতর অসুস্থ হলো এক বছর দু মাসের শিশু।
বাড়িতে থাকা গরম জলে অসাবধানতাবশত পড়ে গুরুতর অসুস্থ হলো এক বছর দু মাসের শিশু। ঘটনা বেলদা থানার শ্যামপুরা এলাকার।
জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত শ্যামপুরা এলাকায় বিপ্লব নায়েকের এক বছর দু মাসের কন্যা শিশু শিউলি নায়েক অসাবধানতা বসত বাড়িতে গ্যাসের উপর থাকা গরম জলে পড়ে যায়। এরপর পরিবারের লোকজন ওই শিশুটিকে আহত অবস্থায় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। পরিবার সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে খেলা করার সময় হঠাৎ করেই গ্যাসে বসিয়ে রাখা গরম জলে অসাবধানতাবশত পড়ে যায়। যার ফলে হাত এবং মুখের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলে।