logo

স্বেচ্ছায় রক্তদান শিবির পুজো কমিটির পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর, গরবেতা,

Pingla Barta রক্তদান একটি জীবন দান এবং মহান উদ্যোগ নিলেন কালীপুজো কমিটির পক্ষ থেকে, কুড়ি নভেম্বর এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পশ্চিম মেদিনীপুর জেলা গরবেতা তিন নম্বর ব্লকের শান্তিনগর কলোনিতে, এই মহাকালী পুজো কমিটির সহযোগিতা এবং উদ্যোগে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়, এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট ৪০ জন রক্ত দান করেন, শুভ রক্ত দান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গরবেতা পঞ্চায়েত সমিতির সভাপতি চিমনি সাহা, এবং গড়বেতা থানার আইসি চঞ্চল সিং, চন্দ্রকোনা রোডের বিট হাউসের আইসি তপন মাইতি, এবং এরই পাশাপাশি মা কালী পূজো কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দীপাঞ্জনগন, দেবু মিস্ত্রি তারা বিশ্বাস এবং আরো অনেক পুজো কমিটির সদস্যগণ।

0
24 views