logo

প্রতিবছরের মত এ বছরও কালী মাতার পূজার উপলক্ষে মেলার কর্মসূচি দক্ষিণ দিনাজপুরে,

Pingla Barta প্রতি বছরের মতো এ বছরও দক্ষিণ দিনাজপুর জেলায় হিলি থানার পশ্চিম আপতোর সীমান্ত এলাকা জুড়ে এই মিলন বেড়া শুভ উদ্বোধন সূচনা হয়, ১৪ হাত মা কালীর মাতার পুজো এবং মিলন মেলা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, জাগ্রত মা কালী বলে পরিচিতি, বহু মানুষের উপস্থিতিতে এই মেলার সূচনা করা হয়, বিভিন্ন দোকানদানি বিভিন্ন জায়গা থেকে মানুষজনের ভিড় এই মিলনমেলার ঐতিহ বিশ্বাস লোকসংগীত এই মিলন মেলা পড়ে পরিচিতি, জানা গেছে বেশ কিছুদিন ধরে চলবে এই মিলন মেলা, এই মেলা থেকে বিশেষ নজরদারি চালাচ্ছেন হিলি থানার পুলিশ এবং বিএসএফ নজরদারি চালাচ্ছেন এই মেলায় দূর দূরান্ত থেকে মানুষ এসে উপস্থিত হন এই মিলনমেলায়,

0
58 views