logo

বিরল প্রজাতির ঈগল উদ্ধার করলো সোনামুখী বন দপ্তর।

বিরল প্রজাতির ঈগল উদ্ধার করলো সোনামুখী বন দপ্তর।

রাধামোহন পুরের জগমোহনপুর ক্যানেল পাড় থেকে একটি শাহী প্রজাতির ঈগল উদ্ধার করল সোনামুখীর বনদপ্তর। সোনামুখী রেঞ্জ আধিকারিক নিলয় রায় এদিন বলে এটা শাহী প্রজাতির ঈগল । তিনি আরো বলেন ঈগলটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং বর্তমানে সুস্থ রয়েছে। এই ঈগলটিকে বর্ধমান জু কর্তৃপক্ষ হাতে তুলে দেওয়া হয়েছে।

18
444 views