logo

পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করলেন রাস্তার সংস্কারের জন্য,

Pingla Barta বহুদিনের অপেক্ষার পরেও এখনো পর্যন্ত আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক ওভারব্রিজ সম্পূর্ণ হতে পারেনি। যাতে করে ইমারজেন্সি রোগী ডেবরা হাসপাতালে যেতে হলে তাকে বাইপাস দিয়ে যেতে হচ্ছে। সবাই এখন ওই দিকে তাকিয়ে কবে সম্পন্ন হবে বালিচকের ওভার ব্রিজ, প্রায় রাস্তায় মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে, এই দুর দুর্ঘটনা এড়ানোর জন্য পুলিশের প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে তার সত্বেও মানুষজন নিজেরা সেফটি হয়ে বাইরে বেড়াচ্ছে না পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিং এবং সবাইকেই বলে দিচ্ছেন হেলমেট মাথায় রাখছে, প্রশাসনের কর্তব্য প্রশাসন প্রতিটি মুহূর্তে পালন করছেন, এরই পাশাপাশি দেখা গেল আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার কিছু রাস্তাঘাটের অংশ। পশ্চিম মেদিনীপুর শহর চলে অনেক রাস্তায় যানজট ছেড়ে দুর্ঘটনা মাঝেমধ্যে ঘটছে, এবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন এই সমস্যার মেটাতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছেন, ৮০ কোটি ব্যয় চারটি রাস্তা সংস্কারের উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে, খুব তাড়াতাড়ি রাস্তা সংস্কারের কাজ আরম্ভ হবে বলে জানা গেছে।

4
58 views