logo

পুলিশের হানায় গ্রেপ্তার দুই মহিলা মিলল কোটি টাকার গহেনা,

Pingla Barta লজে পুলিশ তলাশি চালিয়ে কোটি টাকার গয়না উদ্ধার করল এবং গ্রেফতার করলো ওই দুই মহিলাকে, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর বেলদা থানার  সায়া বেলদা গ্রামে, মনি যাদব, এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার ষড়রং গ্রামের বাসিন্দা মামনি জানা, বিশেষ একটি পুলিশের দল এগরায় পৌঁছানোর পর ওই থানার সহযোগিতায় লজে হানা দিয়ে তুই মহিলাকে গ্রেফতার করে তাদেরকে কাঁথি মহাকুমা আদালতে তোলা হয়। রীতি মধ্যে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে।,

20
520 views