logo

এক মানবিক পরিচয় দিলেন মুরসা লিম শেখ। নিজের রক্ত দিয়ে অপরকে বাঁচালেন,

Pingla Barta আসানসোল একটি হাসপাতালে একটি রোগীর আলসার হবার জন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে আর চিকিৎসা সংকট জনক অবস্থায় পড়েছিল, সেই রোগীর আত্মীয়-স্বজনরা অনেক চেষ্টা করেও রক্ত পাননি। যার জন্য তার কোন চিকিৎসাই হয়নি। কোথায় বলে যার কেউ নেই তার ভগবান আছে, ঠিক এই সময় মুর্শিদাবাদের ওয়েলফেয়ার পার্টির উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য মুরসালিম শেখ ইনি এসে রক্ত দিয়ে সে রোগের চিকিৎসা তুলনায় আরম্ভ করেন। এই মানবিক মুখ এবং পরিচয় দিয়ে সবার মন কেড়েছে, রোগীর আত্মীয়-স্বজনরা তাকে কি বলে কৃতজ্ঞতা জানাবে খুঁজে পাচ্ছিল না।,

6
244 views