logo

শিশু দিবস পালিত হল আলিপুর জেলার ফালাকাটা থানার এলাকায়।

Pingla Barta শিশু দিবস পালিত হলো শ্রদ্ধা সহকারে, রাজ্যের প্রায় প্রতিটি শিশু শিক্ষা কেন্দ্রে এই কর্মসূচি পালিত হয়ে থাকে, এরই পাশাপাশি নাটেশ্বর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং আলিপুর জেলার ফালাকাটা থানার এএসআই মাননীয় দিলীপ কুমার সরকারের যৌথ উদ্যোগে তা সাটি চা  বাগানের নাং ডালা শিশুশিক্ষা কেন্দ্রে পালিত হয় শিশু দিবস। এই শিশু শিক্ষা কেন্দ্রের মোট ৮০ জন ছোট ছোট ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেয়া হয় শিক্ষামূলক সমস্ত সামগ্রী। যেমন পেন্সিল খাতা বই ইত্যাদি, এই এলাকার শিশু দের শিক্ষায় উৎসাহ জোগাতে এই উদ্যোগ নেয়া হয়েছে শিশুশিক্ষা কেন্দ্রে স্কুল কর্তৃপক্ষ থেকে, সমস্ত সামগ্রী পেয়ে ছোট ছোট ছাত্রছাত্রীদের মধ্যে উল্লাস উৎসাহিত দেখা গেছে,

0
57 views