logo

EXCLUSIVE:- বেলদাতে বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো এক কলেজ ছাত্রীর ঝু*ল*ন্ত*দে*হ! বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো এক কলেজ ছাত্রীর ঝু*ল*ন্ত দে*হ।

EXCLUSIVE:- বেলদাতে বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো এক কলেজ ছাত্রীর ঝু*ল*ন্ত*দে*হ!

বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো এক কলেজ ছাত্রীর ঝু*ল*ন্ত দে*হ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বেলদা-কেশিয়াড়ি মোড় রেলগেট সংলগ্ন ছোটো মাতকৎ এলাকায়। পুলিশ জানিয়েছে মৃ*ত ছাত্রীর নাম সহেলী দেব বয়স ২২ বছর বাড়ি বেলদা থানার ছোটো মাতকৎ পুরে। বেলদা কলেজে ছাত্রী ছিলো সহেলী। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে বাড়ির ভেতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই কলেজ পড়ুয়ার। অচেতন অবস্থায় তাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ ও পরিবার। মৃত্যুর সঠিক কারণ জানতে বুধবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠাবে বেলদা থানার পুলিশ। ওই কলেজ ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে।

3
47 views