logo

EXCLUSIVE:- ডেবরায় জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার সদ্যোজাত শিশুর মৃ*ত*দে*হ!

EXCLUSIVE:- ডেবরায় জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার সদ্যোজাত শিশুর মৃ*ত*দে*হ!

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার নছিপুর এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে মঙ্গলবার ঘটে একটি চাঞ্চল্যকর ঘটনা। ধান কাটার মরসুম চলছে—প্রতিদিনের মতোই এলাকার কয়েকজন মানুষ মাঠের দিকে যাচ্ছিলেন। সেই সময় খড়গপুরগামী লেনের পাশে একটি ফাঁকা জমিতে কাপড় জড়ানো অবস্থায় সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখেন। প্রথমে গুরুত্ব না দিলেও, কাছে যেতেই দেখা যায়—কাপড়ের ভিতর থেকে স্পষ্ট নজরে পড়ছে সদ্যোজাত এক শিশুর হাত-পা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ডেবরা থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। কাপড় খুলতেই তারা দেখতে পান—মৃত অবস্থায় পড়ে রয়েছে সদ্যোজাত শিশুটির দেহ। এরপর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কোনো স্থানীয় ব্যক্তি শিশুটিকে এখানে ফেলে গেছে, নাকি বাইরে থেকে কেউ এসে দেহ রেখে পালিয়েছে—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, শিশুটিকে অন্য কোথাও থেকে এনে এখানে রেখে যাওয়া হতে পারে। তবে শিশুটির মৃত্যুর সঠিক কারণ ও ঘটনাটির পেছনে কারা যুক্ত—তা জানতে চলছে বিস্তারিত তদন্ত।

5
67 views