মেদিনীপুরে অনুষ্ঠিত হলো বইমেলা
Pingla Barta সাহিত্য গল্প এখনো আমাদের মধ্যে অনেকেই এই নিয়ে চর্চা করেন, এখনো আমাদের স্মৃতি হয়ে রয়েছে সাহিত্য, এরই পাশাপাশি রাজ্যে বিভিন্ন জায়গায় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে এই বই মেলায় বিশিষ্ট সাহিত্য কার এবং গল্পকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত, এরই পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলায় বইমেলার মঞ্চে ৫০ জন কবি উপস্থিত ছিলেন এই বইমেলার মঞ্চে, এরই পাশাপাশি উপস্থিত ছিলেন পাঁচ গল্প কার শিল্প, কবিতা গল্প সাহিত্য সম্মেলন বিশিষ্ট ব্যক্তিগণ এই সাহিত্য সভায় যোগ দেন। কবিতা পাঠ করেন অর্পণ পন্ডা অচিন্ত্য নন্দী খুকু ভুইয়া আকাশ রায় আরো অনেক বিশিষ্ট কবি, এর পাশাপাশি গল্প গেয়ে শুনিয়েছেন হৃদয়ে জোড়া এত সুন্দর গল্প সবার মন কেড়েছে, গল্পের মাধ্যমে রয়েছেন নরেশ জানা বিশ্বজিৎ অধিকারী অনাবিকা তেওয়ারি আরো অনেক বিশিষ্ট ব্যক্তিগণ গল্পকার। এই শুভ মঞ্চে বইমেলা অনুষ্ঠিত হয়েছেন বিশিষ্ট ব্যতিজনকে নিয়ে, বইমেলার কর্তৃপক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক কুলাণ ব্যানার্জি সভাপতি মুকুল রঞ্জন রায় মহাশয়।